সময়ের মধ্যে জীবন হারিয়েছে পর্ব-১
আজকের দিনটি অনেক খারাপের মধ্যেই গেল। আসলে বুঝতে বুঝতে জীবনের প্রায় সুর্বন সময় গুলো কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। যখন বুঝলাম তখন প্রায় সব শেষ। তবে বুঝতে আর অসুবিধা হল না যে, বাস্তব জীবনে সরলতা একটি অপরাধ। ভাল থাকা, ভালভাবে চলা, সবাইকে সন্মান করা, বিশ্বাস করা এগুলোর মুল্য আসলে এক রকমের ডং।