প্রাকৃতিক সুন্দর্য্যে ভরা বাংলাদেশে রয়েছে না দেখা অনেক প্রাকৃতিক সুন্দর্য্য। না নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, কত সুন্দর আমাদের এই বাংলাদেশের প্রকৃতি।
প্রকৃতির সুন্দর্যে ভরপুর বাংলাদেশের রাঙ্গামাটির সাজেক ভ্যালী যেন মিশে গেছে নীল আকাশ আর সুন্দর সবুজ বনরাজীতে। আপনার চোখ জুরিয়ে যাবে এই সাজেক ভ্যালীতে বেড়াতে আসলে। ব্যস্ত নগরীর কোলাহল হতে অনেক দুরে পার্বত্য অঞ্চলের এই লীলা ভুমি জুড়িয়ে দেবে আপনার প্রান। ফিরিয়ে দেবে প্রাণ চাঞ্চল্য।
এক সময়ে দুর্গম এই পাহাড়ে ছিল না যোগাযোগ ব্যবস্থা, ছিল না কোন আধুনিকতার ছোয়া। প্রাকৃতিক সুন্দর্য্যকে মনভরে উপভোক করার জন্য এখন রয়েছে অনেক সুবিধা, নতুন ভাবে তৈরা করা যোগাযোগ ব্যবস্থা এমনকি আপনার অবকাশ যাপনে এখন সেখানে আধুনিক মানের রিসোর্টও রয়েছে। ঘুরে আসুন,ব্যস্ততার মাঝে একটু অবসর বের করে ফিরিয়ে আনুন প্রাণ চাঞ্চল্য।
পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় এই সাজেক ইউনিয়ন।যা বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন। খাগড়াছড়ি জেলার শহড় হয়ে দীঘিনালা দিয়ে যেতে হয় সাজেকে। পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নির্মান করেছে দুটি আধুনিক মানের শীতাতপ নিয়ন্ত্রীত রিসোর্ট। এছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে তৈরী হয়েছে আলো রিসোর্ট।
প্রাকৃতিক সুন্দর্য্য পিপাসুদের জন্য বাংলাদেশের সাজেক ভ্যালী এক অন্যতম উপভোগী লীলাভুমি। ঘুরে আসুন সবাই মিলে সাজেক ভ্যালী।